ছাড়া ছাড়া পরস্পর সম্পর্কহীন কতগুলো স্বপ্ন।
অগোছালো স্বপ্নগুলো হৃদয়ের শূন্য প্রান্তরে
আপন অভিসারে ঘুরেফিরে,
আর আমি স্বপ্নকে সাথী করে
আমার একান্ত সময়গুলো কাটিয়ে দিই।
স্বপ্নের পাখায় ভর করে পাড়ি দেই দূর দিগন্তে,
যেখানে নেই খররোদ
শুধুই অবিরাম বর্ষণ।
যেখানে দুঃখেরা বৃষ্টির সাথে ধুয়ে যায়
যেখানে সুখের বন্যায় উদাসী মন ভেসে বেড়ায়।
আমি দুঃখকে ভুলে থাকি
স্বপ্নকে ঘিরে সুখের কল্পনায়
কারণ, আমি স্বপ্নবিলাসী।
০৩-মে ২০০৩
No comments:
Post a Comment