Monday, April 7, 2008

দলছুট মন


নিঃসঙ্গ মন উড়ে যায় দূরে- অনেক দূরে

যেখানে নেই কেউ

শূন্যতা, শুধুই শূন্যতা- সেখানে ।


উড়ে যায় ডানা মেলে

খসে পড়ে সাদা কালো পালক

নিচে, অনেক নিচে ।

সেখানে অনেকেই আছে

পালক দেখে তারা চিনে ফেলে

এ যে দলছুট মনের পালক

যে কিনা উড়ে গেছে

অসীম দূরে, অজানা কোথাও ।


আর একাকী মন উড়ে যেতেই থাকে

অসীম নির্জনে ।

পালকগুলো -সাদাকালো, পড়তেই থাকে

নিচে, অনেক নিচে

শূন্যে, মহাশূন্যে ।


২১-ফেব্রুয়ারী-২০০৪

No comments: