Monday, April 7, 2008

আনন্দময়ী


আর কত শোনাবে তুমি দুঃখের ভৈরবী ?

আমি তো শুনতে চাই ট্রাম্পেটে উৎসবের সুর ।

অথবা তোমার মুক্তোঝরা কণ্ঠে-

আশার বাণী, বসন্তের গান কিংবা

অনাগত সুখে ঝলসানো সব দিনের কথা ।


একি! তুমি গাইছ ঘুম পাড়ানিয়া গান!

আমিতো ঘুমুতে আসিনি এখানে-

এই তোমার কাছে । বড় নিদ্রাক্লান্ত আমি

আমি এসেছি তুমি জাগাবে বলে-

তোমার ঠোঁটের উষ্ণতা দিয়ে, বুকের উত্তাপ দিয়ে ।


আমিতো দুঃখবিলাসী হতে চাই না ।

চাই না মৃত্যুসম অনন্ত শীতনিদ্রা ।

আমি তোমার কপোলে অশ্রুবিন্দু দেখতে চাই না ।

আমি সুখস্বপ্ন দেখতে চাই- সুখে মাতাল হতে চাই-

আমি উষ্ণতা চাই- দেবেনা তুমি, হে আনন্দময়ী !!!


সেপ্টেম্বর ২০০৬

No comments: